বিয়ে ছাড়াই সন্তান জন্মদানে শীর্ষ চার দেশ...!!

বিয়ে ছাড়াই সন্তান জন্মদানের ক্ষেত্রে ইউরোপের দেশগুলোর ভিতরে  ১ নম্বরেই রয়েছে ফ্রান্স(France) । দেশটিতে প্রতি 100 শিশুর মধ্যে প্রায় 63 জনের বাবা মাই বিয়ে (marriage) ছাড়াই তাদের সন্তান (baby) জন্ম দেন। 
বিয়ে ছাড়া সন্তান জন্মদান
বিয়ে ছাড়া সন্তান জন্মদান

2018 সালে ইউরোপে বিবাহবহির্ভূত সন্তান (baby) জন্ম দানের হার দাঁড়ায়(rate) ৪২ শতাংশ। যেখানে ২০০০ সালে এ হার ছিল ২৫ শতাংশ। বর্তমানে এই অঞ্চলের দেশগুলোতে জন্ম গ্রহণ করা শতকরা প্রায় ৪৩ টি শিশুর বাবা-মা ই বিয়ে ছাড়া সন্তান জন্ম দিচ্ছেন। 

ইউরোপের বেশ কয়েকটি দেশের মধ্যে একটা জরিপ পরিচালনা করা হয় l

বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক "লুৎফুর রহমান " বলেন, "অবাধ মেলামেশার জন্য ফরাসীরা বিয়ের মতো সম্পর্কে জড়ায় না। আর এক্ষেত্রে তাদের রাষ্ট্রেরও কোনো বাধা নেই। বিয়ের পর আলাদা হতে চাইলে স্ত্রীকে সম্পদের অর্ধেক দিতে হয়। সন্তান থাকলে আরো বেশি । এ কারণে সন্তান জন্মদানে সক্ষমতা থাকা অবস্থায় বৈবাহিক সম্পর্ক গড়ে উঠে খুবি কম।’

ফ্রান্সের পরই এই তালিকায় আছে বেলজিয়াম। সেখানে প্রায় ৫৮  শিশুর মা-বাবা পরস্পর স্বামী-স্ত্রী নয়। 

স্লোভেনিয়া ও পর্তুগালে এ হার যথাক্রমে ৫৭ দশমিক ৬ এবং ৫৫ দশমিক ৯ শতাংশ।

 পর্তুগাল প্রবাসী এক বাংলাদেশি বলেন, দু’জনের মধ্যে সারাজীবন একসঙ্গে থাকতে পারার মতো মানসিক মিল খুঁজে পেলে তবেই কেবল তারা বিয়ের চিন্তা করে। ক্যারিয়ারের জন্য বিয়েতে জড়ায় না অনেকেই। বিয়ে ছাড়া, নারী-পুরুষের সম্পর্ক বিচ্ছেদে আইনি ঝামেলাও নেই। মিলমিশ হলো না তো ছেড়ে দিলো। আর সন্তানের ভরণপোষণের দায়িত্ব নেয় রাষ্ট্র। 

সুইডেন, ডেনমার্ক ও নেদারল্যান্ডসেও এ হার ৫০ শতাংশের উপরে। বেলজিয়াম, ফিনল্যান্ড, অস্ট্রিয়ায় জন্ম নেয়া শিশুদের ক্ষেত্রে এ হার ৪০ শতাংশের বেশি। এ তালিকায় ১৯ নম্বরে আছে ইতালি। দেশটিতে প্রায়  ৩৪ শতাংশ শিশুদের বাবা-মা, স্বামী-স্ত্রী নয়। জার্মানিতে এ হার প্রায় ৩৩ শতাংশ। জরিপ অনুযায়ী ইউরোপে দেশটির অবস্থান ২০ নম্বরে। 


ইউরোপের আরেক দেশ রোমানিয়া তে  এ হার ৩০ দশমিক ৮ শতাংশ। লিথুনিয়া, পোল্যান্ড, ক্রোয়েশিয়া, সাইপ্রাসে জন্মগ্রহণকারী ২০ শতাংশের বেশি শিশুর বাবা-মা, স্বামী স্ত্রী নয়। গ্রিসে এ হার সবচেয়ে কম। মাত্র ১১ দশমিক ১ শতাংশ।


Post a Comment

নবীনতর পূর্বতন