অনলাইন জগতে মাস্টার কার্ড / ভিসা কার্ডের গুরুত্ব হয়তো আপনি আমি অনেকেই জানি আবার অনেকেই জানি না। মূলত অনলাইন শপিং, লেনদেন ইত্যাদি ছাড়াও ফেসবুকে বুষ্টিং, গুগল/ ইউটিউব এর সকল পেমেন্ট সহ বিভিন্ন কাজে আমাদের মাস্টার কার্ড ( Master Card) / ভিসা কার্ড (Visa Card) এর প্রয়োজন হয়।
Master Card/Visa Card
সাধারণত মাস্টার কার্ড ব্যবহার করতে হলে আপনার ইন্টারন্যাশনাল কোন ব্যাংকে একাউন্ট থাকতে হবে এবং মাস্টার কার্ডের জন্য নিয়মিত একটা চার্জ পরিশোধ করতে হবে। আর আপনি যদি দেশের বাইরে যাতায়াত না করেন তাহলে ভিসা কার্ড জোগার করা আপনার পক্ষে প্রায় অসম্ভব । তবে আমরা অনেকেই হয়তো জানি না যে অনলাইন থেকে কিন্তু আমরা খুব সহজে ভার্চুয়াল মাস্টার কার্ড বা ভিসা কার্ড কিনে নিতে পারি এবং সেটাকে দিয়ে আমাদের কাজটাও সেরে ফেলতে পারি ।
তো আজকের এই ব্লগ পোস্টে আমি আপনাদেরকে একটা ভার্চুয়াল মাস্টার কার্ড / Virtual Master Card কেনার সম্পূর্ণ process দেখাবো। আর হ্যা, পেমেন্টের সব কাজ আপনি চাইলে আপনার বিকাশ অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন।
Master Card/Visa Card
সাধারণত মাস্টার কার্ড ব্যবহার করতে হলে আপনার ইন্টারন্যাশনাল কোন ব্যাংকে একাউন্ট থাকতে হবে এবং মাস্টার কার্ডের জন্য নিয়মিত একটা চার্জ পরিশোধ করতে হবে। আর আপনি যদি দেশের বাইরে যাতায়াত না করেন তাহলে ভিসা কার্ড জোগার করা আপনার পক্ষে প্রায় অসম্ভব । তবে আমরা অনেকেই হয়তো জানি না যে অনলাইন থেকে কিন্তু আমরা খুব সহজে ভার্চুয়াল মাস্টার কার্ড বা ভিসা কার্ড কিনে নিতে পারি এবং সেটাকে দিয়ে আমাদের কাজটাও সেরে ফেলতে পারি ।
তো আজকের এই ব্লগ পোস্টে আমি আপনাদেরকে একটা ভার্চুয়াল মাস্টার কার্ড / Virtual Master Card কেনার সম্পূর্ণ process দেখাবো। আর হ্যা, পেমেন্টের সব কাজ আপনি চাইলে আপনার বিকাশ অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন।
- প্রথমে এখানে ক্লিক করে গ্লোবাল ভিসা কার্ড এর ওয়েব সাইটে প্রবেশ করুন। তারপর Prepaid master card, Virtual Visa Card, Google play console Card,amazon card সহ বিভিন্ন ধরনের কার্ডের একটা তালিকা দেখতে পারবেন
- সবার উপর থেকে প্রিপেইড মাস্টার কার্ড/ Prepaid Master Card অপশনটি সিলেক্ট করুন।
(স্ক্রিনশর্টের লাল চিহ্নিত জায়গায়। তবে আপনি যদি ভিসা কার্ড বা অন্য কোন কার্ড কিনতে চান তাহলে সেই কাজটির অপশন এর উপরে ক্লিক করবেন )
- এরপর আপনার সামনে আরেকটি পৃষ্ঠা আসবে এবং সেখানে বিভিন্ন ধরনের অ্যামাউন্ট থাকবে। অর্থাৎ আপনি যে মাস্টারকার্ডটি কিনবেন সেই কার্ডে কত ডলার ইনপুট করা থাকবে সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। ধরুন আসামি 5 ডলারের একটি কার্ড কিনে সেটা দিয়ে ফেসবুকে বুস্ট করব। এজন্য আমি 5 ডলারের কার্ডটিকে সিলেক্ট করব যেটি কিনতে আমার 11 ডলার খরচ পড়বে। (মূলত মাস্টার কার্ডের চার্জ পরিশোধের জন্যই আমাদের অতিরিক্ত খরচ করতে হচ্ছে।)
(৫ ডলারের কার্ড কেনার জন্য কার্ডের নিচের add to cart অপশনে ক্লিক করতে হবে। আপনি যত ডলারের master কার্ড কিনবেন সেই কার্ডের নিচের add to cart অপশনে ক্লিক করবেন।)
Coupon Code টি হলো ঃ techniketon
(এই কোডটিকে কপি করে ঐ বক্সে পেস্ট করে Apply coupon এ ক্লিক করলেই আপনি 2 ডলার ডিসকাউন্ট পাবেন। ফলে এখন মাত্র 9 ডলার দিয়েই আমারা এই prepaid master Card টি কিনতে পারব)
- এরপর আপনাদের সামনে নিচের ছবির মত একটা ফর্ম আসবে। ফ্রম এ সকল তথ্য এবং ইমেইল সঠিক ভাবে দিন।
- আপনি চাইলে বিটকয়েন, perfect money, web money,বিকাশ,payer ইত্যাদি মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
- তো আমরা বিকাশে পেমেন্ট করব এবং এজন্য পেমেন্ট মেথড হিসেবে আমরা বিকাশকে সিলেক্ট করে নিলাম।
বিকাশে পেমেন্ট এর জন্য পাশের ছবির instruction ফলো করতে হবে।
( প্রতি ডলার= 87 টাকা হিসাব করে আপনার মাস্টারকার্ডটি মূল্যকে টাকায় কনভার্ট করে সেই পরিমাণ টাকা ওখানে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আপনাকে ক্যাশ আউট অপশনের মাধ্যমে পাঠাতে হবে। তারপর যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটি এবং trx id উপরের ছবির ওই দুইটি বক্সে দিতে হবে )
- কিছুক্ষণের মধ্যেই আপনার ইমেইলে একটা পাসোয়ার্ড ও কনফার্মেশন মেসেজ চলে যাবে। তারপর ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন।
- তারপর order অপশনে ক্লিক করতে হবে।
এই তিনটি তথ্য কখনোই কাউকে দেবেন না। কারণ এই তিনটি তথ্য দিয়েই আপনাকে এই কার্ডটি ব্যবহার করতে হবে। যখনই আপনি কোন ধরনের পেমেন্ট কিংবা ফেসবুকে বুস্ট বা অন্য যেকোনো ধরনের কাজ করতে যাবেন তখন আপনার কাছ থেকে এই তিনটি তথ্যই চাইবে এবং তথ্যগুলো দিলে আপনার মাস্টার কার্ড থেকে আপনি যত টাকা পেমেন্ট করতে চাচ্ছেন তত টাকা কেটে নেবে।
আশাকরি আপনারাও এখন প্রিপেইড মাস্টার কার্ড,ভার্চুয়াল ভিসা কার্ড/Prepaid Master Card,Virtual Visa Card ইত্যাদি কিনতে পারবেন।
কোন কিছু বুঝতে কোন ধরনের সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের আপডেট গুলো পেতে চাইলে অবশ্যই আপনার ইমেইল একাউন্ট দিয়ে আমাদের কে ফলো করে রাখবেন। চাইলে এখানে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলটি ঘুরে আসতে পারেন ।
তো আজকের মত এ পর্যন্তই এবং পরবর্তী ব্লগপোস্টে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।