গ্রহের অন্যতম সেরা ফুটবলারটাকে দলে ভেড়াতে প্রচুর অর্থ ব্যয় করতে হবে এটি খুব ই স্বাভাবিক। তাই বলে ব্যবধানটা এত বেশি হবে! ইংলিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দলের নতুন কোচ আন্ড্রে পিরলোর বেতনের ফারাকটা আকাশ আর জমিনের সমান। তাছাড়া ক্লাবের অন্য ফুটবলাররাও পর্তুগিজ তারকার ধারে কাছেও বেতন পান না।
কোচের চেয়ে রোনালদোর বেতন ২৬০ কোটি বেশি |
চলতি সপ্তাহেই কোচ মৌরিজি সাড়িকে বরখাস্ত করে ক্লাবের সাবেক তারকা ফুটবলার আন্ড্রে পীরলোকে নিয়োগ দিয়েছে য়্যুভেন্তাস। সম্প্রতি ফাঁস হয়েছে ক্লাবটির ফুটবলার আর কোচের বেতন। আর তাতে দেখা গেছে, ক্লাবের মাত্র তিন জন ফুটবলার কোচ পিরলোর চেয়ে কম বেতন পান!
ইতালিয়ান গণমাধ্যম গেজেড্ডা দেলো স্পোর্টস এল বরাত দিয়ে ডেইলি মেইল বলছে, বছরে মাত্র ১.৬ মিলিয়ন ইউরো বেতন পাচ্ছেন পিরলো। অংকটা একেবারে কম ও নয়। বাংলাদেশি টাকায় হিসাব করলে এর মূল্য দাঁড়াবে প্রায় ১৭ কোটি টাকা।
তবে দলের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে এই অংক টা কিছুই না! প্রতি মাসেই এর চেয়ে অনেক বেশি টাকা বেতন নেন বর্তমান বিশ্বের অন্যতম এই সেরা ফুটবলার। বার্ষিক তার বেতন ২৮ মিলিয়ন ইউরো। বাংলাদেশি টাকায় যা প্রায় ২৮০ কোটি টাকার সমান। সে হিসেবে নতুন নিয়োগ পাওয়া কোচের সঙ্গে তার বেতনের পার্থক্যটা প্রায় ২৬০ কোটিরও বেশি! সে হিসাবে রোনালদোর এক বছরের বেতন পেতে পিরলোর লাগবে ১৮ বছর...
যাই হোক, নিজের সাবেক ক্লাবের প্রতি একটা ভালোবাসা থেকেই হয়তো দায়িত্ব নিয়েছেন পিরলো। এই পদে সফল হলে আগামী মৌসুমে ইউরোপিয়ান ফুটবলের দলবদলের বাজারে যে বেশ নামডাক কামাবেন, সে বিষয়ে তো আর কোনো সন্দেহের অবকাশ নেই।
বর্তমান দলে পিরলোর চেয়ে কম বেতন পান মাত্র তিনজন ফুটবলার। এরমধ্যে একটি নাম দেখলে চমকে উঠবেন। ইতালির বিশ্বকাপজয়ী গোলকিপার এবং দেশটির অন্যতম কিংবদন্তী ফুটবলার জিয়ানলুজি বুফনের বেতন মাত্র ১.৩ মিলিয়ন ইউরো। রোনালদোর সঙ্গে অন্য সবার বেতনের ফারাকটা যেমন অবাক করার মতো, তেমনি এই তথ্যটাও কিন্তু খুবই অবাক করার কথা সবাইকে।