লুডু খেলা নিয়ে গ্রামবাসীর মধ‍্যে সংঘর্ষ, আহত অন্তত ২৬

মাদারীপুরে এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে তুমুল সংঘর্ষে অন্তত ২৬ জন আহত হয়েছেন। 

 সংঘর্ষ
গ্রামবাসীর মধ‍্যে সংঘর্ষ

বৃহস্পতিবার  সন্ধ্যা ৭টা থেকে ১১ পর্যন্ত মাদারীপুরের পাইকপাড়া ইউনিয়নের বৈরাগের বাজার এলাকায় এই সংঘর্ষ চলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাজারের ব্রিজের উপর বসে মোবাইলে লুডু খেলছিলেন  তৌহিদ  ও  মেহেদী। এসময় তাদের মধ্যে লুডু খেলায় জয়-পরাজয় নিয়ে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এ খবর ছড়িয়ে পড়া মাত্র পাইকপাড়া ইউনিয়নের বৈরাগীর বাজার এলাকার লোকজন এবং  ফরিদপুরের ঘারুয়া ইউনিয়নের রাজেশ্বরজি গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় কয়েকটি বসতঘরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এমনকি বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনাও ঘটে। এই সংঘর্ষে আহত হয় অন্তত ২৬ জন।


পরবর্তীতে তাদের উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ও ভাঙ্গা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

 রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাদিক জানান, "ঘটনাস্থলে  অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে  । মূলত এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই এই সংঘর্ষ হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর  আইনগত ব্যবস্থা  নেয়া হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন