প্রতিদিন কে কে আপনার Facebook প্রোফাইল Visit করছে - তাদের নামের List দেখুন

প্রযুক্তির এই অত‍্যাধুনিক যুগে আমরা সবাই-ই হয়তো ফেসবুক ব‍্যবহার করি ।  ফেসবুক ই হলো আমাদের ভার্চুয়াল  পরিচয় যেখানে আমরা প্রত‍্যেকেই নিজেদের স্মার্টভাবে তুলে ধরার চেষ্ঠা করি, একে অপরের সাথে বন্ধুত্ব করি, ভার্চুয়ালি মেসেজ আদান প্রদান করি ইত‍্যাদি ইত‍্যাদি...

ফেসবুক ট্রিকস
ফেসবুক ট্রিকস (photo: google)

এখন কথা হলো প্রতিদিন আমাদের অজান্তেই অনেকে আমাদের ফেসবুক প্রোফাইল Visit করে যাচ্ছে।  আর কে কে আমাদের facebook প্রোফাইল  ভিজিট করে যাচ্ছে সেটা জানার একটা সুপ্ত আকাঙ্খা আমাদের সবার মাঝেই কিন্তু  রয়েছে...

তো প্রতিদিন কে কে আমাদের ফেসবুক একাউন্টটিকে ঘুরে যাচ্ছে তাদের নামের তালিকা কিভাবে দেখবেন  (how to check the list who visit your facebook account) সে সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো। 

তো প্রথমেই আপনাদের একটি স্পেশাল Link তৈরি করতে হবে।
প্রথমেই নিচের লিংকটি কে কপি করুন..


view-source:https://www.web.facebook.com/username

এখানে username এর জায়গায়  আপনি আপনার facebook একাউন্টের ইউজার নেম  দিয়ে দিবেন ।
আর আপনারা যারা এভাবে লিংকটিকে তৈরি করতে পারবেন না, তারা প্রথমত facebook অ্যাকাউন্ট  এর profile অপশনে চলে যাবেন  (যে কোন browser ব্যবহার করে ) তারপরে সেখানকার লিংকটি কপি করে নেবেন। এরপর লিংকটিকে একটু  edit করে নিতে হবে।


এজন্য কপি করা Link টির শুরুতে আসবেন এবং যেখানে free.facebook অথবা m.facebook লেখা আছে সেখানে web.facebook লিখে নেবেন। আর লিঙ্কের একদম শুরুতে অর্থাৎ https:// এর ও আগে view-source: লিখে নেবেন।

ব‍্যাস, তৈরী হয়ে গেলো আমাদের লিংক


বিষয়গুলো  বুজতে কোনোধরণের সমস‍্যা হলে নিচের ভিডিওটি দেখে নিন...

  




ভিডিওতে ভালোভাবে দেখুন  এবং তারপর লিঙ্ক টা  তৈরি করুন। একটা হাইফেন(-) অথবা কোলন(:) কম বেশি হলেও কিন্তু লিঙ্কটা আর কাজ করবে না। সুতরাং লিংকটাকে সঠিকভাবে তৈরি করবেন।

লিংকে প্রবেশ এর পর  প্রথমেই ব্রাউজারের three dot menu তে ক্লিক করে  find in page নামের অপশনটিতে যাওয়ার পর intialchatfriendslist ( বানান ভুল হলে কাজ করবে না ) লিখে সার্চ করুন।
অনেকগুলো কোড আসবে। এই প্রতিটা কোড এর ফেসবুক অ্যাকাউন্টটি সর্বশেষ আপনার facebook প্রোফাইল ভিজিট করে গেছে।

এদেরকে শনাক্ত করার জন্য প্রথমে যেকোনো একটি কোড কপি করুন এবং যেকোনো ব্রাউজারের সার্চ বারে গিয়ে লিখুন www.facebook.com/যে কোডটা কপি করেছেন সেই কোডটি l

তাহলেই তাদের প্রোফাইলগুলো চলে আসবে..

প্রতিটা বিষয় ভিডিওতে সুন্দর ভাবে বোঝানো হয়েছে। আশাকরি ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী যদি ঠিকভাবে কাজ করতে পারেন তাহলে আপনারা খুব সহজেই আপনাদের facebook একাউন্ট কে কে ভিজিট করে গিয়েছে তাদের নামের List টা দেখতে পাবেন। 

ভিডিওটি দেখতে কোন সমস্যা হলে এখানে ক্লিক করে  সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন..

 আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা সবাই ফেসবুকের একটা নতুন ট্রিক্স (facebook secret tricks) শিখতে পেরেছেন। এরকম new facebook tricks (নতুন ফেসবুক ট্রিকস ) আমরা নিয়মিত দেয়ার চেষ্টা করব..
আপনি চাইলে আমাদের কে ফলো করে রাখতে পারেন।

সবাইকে ধন্যবাদ 

Post a Comment

নবীনতর পূর্বতন