হ‍্যাকিং এর হাত থেকে ফেসবুক একাউন্ট বাঁচাতে এখনই এই তিনটি সেটিংস চালু করুন l.Secure Your Facebook Account & Protect from Hacking

 বর্তমান সময় যোগাযোগ  মানেই হলো  ফেসবুক এ একে অন্যের সাথে ভাব বিনিময়, ছবি আপলোড, কথা বলা এবং সম্পর্ক রক্ষা করা।

হ‍্যাকিং এর হাত থেকে বাঁচুন
হ‍্যাকিং এর হাত থেকে বাঁচুন

খুব স্বাভাবিকভাবেই হ্যাকারদের নজর তাই এই ফেসবুকের দিকেই পড়ে এবং তারা প্রতিনিয়ত আমাদের অনেকেরই ফেসবুক একাউন্টকে হ্যাক করে আমাদের সম্মানহানি কিংবা আমাদের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করছে।  কিন্তু মাত্র তিনটা সেটিংস পরিবর্তনের মাধ্যমে যদি আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শতভাগ নিরাপদ করতে পারি তাহলে কেন আমরা শুধু শুধু এত বড় একটা ঝুঁকি নিতে যাচ্ছি।
তাহলে চলুন আজকে আমরা সেই তিনটা সেটিংস চালু করব যার ফলে কোনো প্রফেশনাল কিংবা যে কোন লেভেলের হ্যাকার কোনভাবেই আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কখনোই হ্যাক করতে পারবে না । ফলে আমাদের Facebook Account হবে শতভাগ Secure এবং আমরাও  আমাদের Fb id কে hacking এর শিকার হওয়া থেকে প্রোটেক্ট করতে পারবো।
সেই কাঙ্খিত তিনটা সেটিংস হল :

1.  two factor authentication চালু করা
2. trusted contact এড করা
3. বার্থডে হাইড করা

খুব সহজেই ফেইসবুকের সেটিংস অপশন থেকে আপনারা এই তিনটি সেটিংস চালু করতে পারবেন । আর এই সেটিংস গুলো চালু করতে কোন ধরনের সমস্যা হলে নিচের ভিডিওটি দেখে নিন :


ভিডিওটি ফুল এইচডি তে দেখতে এখানে ক্লিক করুন

 এখন কথা হল এই তিনটি সেটিংস চালু করলে কেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট কোন ধরনের হ্যাকারই হ্যাক করতে পারবে না।

1. হ্যাকার যদি কোন ভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি জেনেও যায় তারপরেও সে হ্যাক করতে পারবে না কেননা আপনার একাউন্টে  টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা আছে। এর ফলে যে কেউই যখন আপনার ফেসবুক একাউন্টের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে যাবে তখন আপনার মোবাইলে ফেসবুক কর্তৃপক্ষ নতুন করে আরও একটি ছয় অক্ষরের গোপন কোড পাঠাবে এবং সেই কোডটি দিয়ে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। এখন সেই হ্যাকারদের পক্ষে তো আর আপনার মোবাইলে আসা সেই কোডটি কোন ভাবে জানা সম্ভব নয়। ফলে হ্যাকিং করা ও প্রায় অসম্ভব

2. হ‍্যাকার আরো উন্নত কৌশল অবলম্বন করলেও ফেসবুক কর্তৃপক্ষ আপনি যে পাঁচজনকে ট্রাস্টেড কন্টাক্ট হিসেবে অ্যাড করেছেন তাদের কাছে গোপন কোড পাঠাবে। এখন আপনি কোন পাঁচ জন বন্ধুকে ট্রাস্টেড কন্ট্যাক্টস হিসেবে অ্যাড করেছেন সেটা তো হ্যাকার এর পক্ষে জানা সম্ভব নয় বা জেনে ফেললেও আপনার বন্ধুরা তো আপনাকে না দিয়ে ওই হ্যাকারকে আর সেই গোপন কোড গুলো দেবে না। ফলে হ্যাকিংয়ের ও কোন সম্ভাবনা নেই।

3. আরে হ্যাকার যদি আপনার তথ্য দিয়ে একটি এনআইডি কার্ড বানিয়ে সেটা কে ফেসবুকে সাবমিট দিতে যায় সেক্ষেত্রে আপনার ফেসবুকের জন্ম তারিখটা তো হাইড করা আছে,ফলে হ্যাকার এর পক্ষে আপনার জন্ম তারিখ জানা সম্ভব নয় এবং সঠিকভাবে এনআইডি কার্ড তৈরি করা সম্ভব নয় এবং এর ফলে হ্যাকিং এর সম্ভাবনা 0%।

 আশা করি আজকের এই ব্লগপোষ্ট থেকে আপনারা অনেক অনেক উপকৃত হয়েছেন।
আমাদের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনার ইমেইল দিয়ে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন।  

Post a Comment

নবীনতর পূর্বতন