ড্রোন ছাড়া ড্রোন ভিডিও মোবাইল দিয়ে l Get Drone shots without Drone Camera

শুনে হয়তো অনেকটাই অবাক হচ্ছেন যে ড্রোন ক্যামেরা ছাড়া ড্রোন শট - এটা কিভাবে সম্ভব ??
-হ্যাঁ সম্ভব
-আপনার হাতে থাকা মোবাইল দিয়ে সবকিছু করাই সম্ভব

তো আজকের এই ব্লগ পোস্টে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা খুব সহজেই আপনাদের হাতে থাকা মোবাইল ফোন নিয়ে অসাধারণ একটি ড্রোন শট ক্যাপচার করবেন।

ড্রোন ছাড়া ড্রোন ভিডিও মোবাইল দিয়ে
ড্রোন ছাড়া ড্রোন ভিডিও মোবাইল দিয়ে

তো ড্রোন ছাড়া ড্রোন ভিডিও মোবাইল দিয়ে ধারন করার জন্য আমাদেরকে বাড়ির ছাদে কিংবা অন‍্য কোন জায়গায় মোবাইল নিয়ে যেতে হবে না। এক্ষেত্রে আমরা কিছু ছোট ছোট ট্রিক্স  অবলম্বন করব।

প্রথমত আমাদেরকে তিনটা অ্যাপ ইন্সটল করতে হবে।  প্রতিটি app ই আপনারা গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন।

app গুলো হলোঃ
                     


তো এবার প্রথমেই স্ক্রিন রেকর্ডার অ্যাপ থেকে চালু করে ফেলুন এবং সরাসরি চলে যান গুগল আর্থ অ্যাপ্লিকেশনে এবং সেখানে গিয়ে সিলেক্ট করুন আপনার সেই কাঙ্খিত জায়গাটিকে যার ড্রোন শর্ট আপনি নিতে চান। এবার সেটিংস এ গিয়ে কিছু সেটিংস পরিবর্তন করতে হবে এবং এর ফলে স্ক্রিনে বিভিন্ন জায়গার লোকেশন এবং জায়গার নাম এর লেখাগুলো হাইড হয়ে যাবে। এরপর 3d শট চালু করে স্ক্রিন রেকর্ডার দিয়ে সেটাকে রেকর্ড করে নিন এবং তারপরে সরাসরি কাইনমাস্টার অ্যাপ এ গিয়ে ভিডিওর বাড়তি অংশ গুলো কে এডিট করে  সেই কাঙ্খিত drone shot টিকে এক্সপোর্ট করে নিন।
কোন কাজ বুঝতে অসুবিধা হলে নিচের ভিডিওটি দেখে নিন :



ভিডিওটি ফুল এইচডি তে দেখতে এখানে ক্লিক করুন


আশা করি আজকের এই ব্লগ পোস্ট থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন এবং খুব সহজে কিভাবে মোবাইল দিয়ে ড্রোন ক্যামেরা ছাড়াই ড্রোন ভিডিও ধারণ করবেন সেটাও জানতে পেরেছেন।

তো আজকের মত এ পর্যন্তই এবং যাবার আগে একটি কথা সেটা হচ্ছে আমাদের ব্লগ পোস্টের আপডেট গুলো সবার আগে পেতে অবশ্যই আপনার ইমেইল দিয়ে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন। 

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ 

Post a Comment

নবীনতর পূর্বতন