মেয়েরা কেনো ব্রা পড়ে? - জানুন বিস্তারিত

মেয়েরা কেনো ব্রা পড়ে
মেয়েরা কেনো ব্রা পড়ে

অন্তর্বাস মেয়েদের একটি ভীষণ গুরুত্বপূর্ণ পোষাক, যেটা ছাড়া একরকম বলা যায় মেয়েদের জীবনটাই (life) প্রায় অঁচল।  কিন্তু মহিলাদের ব্রা পড়াটা এতটাই অপরিহার্য কেনো?? কেনই বা পরেন? কিংবা আদৌ কি সবসময় ব্রা পরা উচিত??



ব্রা মূলত মেয়েদের স্তনকে সুরক্ষিত রাখে। বাইরের যেকোনো আঘাত থেকে  এই ব্রা মেয়েদের স্তনকে রক্ষা করে ।
এছাড়াও অনেক সময় মেয়েদেরকে ঝুঁকে নীচু হয়েও নানারকম কাজ কর্ম করতে হয়। সেক্ষেত্রে নানারকম অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে ব্রা পরা একান্ত দরকার।
মেয়েদের ব্রা পড়ার আরো বেশ কিছু কারণ নিচে দেওয়া হলোঃ



স্তনকে সঠিক সাপোর্ট দিতে: 
অনেক সময় মেয়েদের নানারকম দৌড়-ঝাঁপের মতো কাজ করতে হয়। আবার শরীরচর্চার সময়েও স্তনকে সাপোর্ট দেওয়ার দরকার পড়ে। নাহলে এই দৌড়ঝাঁপ বা শরীরচর্চার সময় স্তনের লেগে যাবার বড় একটা সম্ভাবনা থাকে। এছাড়াও শরীরচর্চা বা খেলার সময় ব্রা না পরলে স্তনের অনিচ্ছাকৃত নানারকম মুভমেন্ট অতিরিক্ত হয়, এর ফলে স্তনে ব্যথাও হয়। তাই ব্রা স্তনকে সঠিক সাপোর্টে রাখে।



পোশাকের সাথে মানিয়ে নিতে:
 অনেকেরই স্তনের আকার সঠিক নয়। মানে অনেকেরই লম্বাটে ধরণের,, বা খাটো, চ‍্যাপ্টা ইত‍্যাদি ধরণের হয়। আবার কারো নীচের দিকে অতিরিক্ত ঝুলে থাকে বা সামনের দিকে  উঁচু হয়ে থাকে। এছাড়াও নিপল পোশাকের ওপর দিয়ে বোঝা গেলে বিষয়টা বেশ অস্বস্তিরকর হয়। তাই পোশাকের সাথে ব্রা না পরলে দেখতে  অনেক সময় বেশ দৃষ্টিকটু লাগে। আ'র ব্রা পরলে স্তন টাইট থাকে। সঠিক জায়গাতে থাকে ও দেখতে ভালো লাগে। তাই যতই সুন্দর পোশাক' পরুন না কেন, ব্রা না পরলে আপনাকে দেখতে' মোটেই ভালো লাগবে না।


স্তনের ওজনকে ধরে রাখে: 
ব্রা স্তনের ওজন ধরে রাখে। ব্রা স্তনের প্রায় ৮০% ওজপ বহন করে। বাকি ২০% ওজন বহন করে কাঁধ। তাই সঠিক মাপের ব্রা পরা খুব ই দরকার। ব্রা ঠিকমত ফিট না হলে, সেই ওজনটা পুরোটাই পরে যায় কাঁধের উপর। এর ফলে কাঁধে ও ঘাড়ে ব্যথা হতে পারে। এমনকি স্তনেও ব্যথা হতে পারে। এরজন্য সঠিক সাইজ এবং সঠিক মাপ দেখে নিন,,,  কোন সাইজটা আপনার একদম ফিট করছে।



ব্রা পরার এই সুবিধাগুলো থাকলেও সবসময় কিন্তু ব্রা পরে থাকাটা একদমই ভালো না। বিভিন্ন নিউ স্টাডি থেকে দেখা যাচ্ছে, সবসময় ব্রা পরে থাকার তুলনায়, যারা কম ব্রা পরেন তাদের ব্রেস্ট যথেষ্ট সুগঠিত হয় এবং ব্রেস্ট নিপল সঠিক আকার পায়। অন্যদিকে সবসময় ব্রা পরলে ব্রেস্ট চেপে যেতে পারে, তার ফলে রক্ত সঞ্চালন সঠিকভাবে হতে পারে না। তাই ব্রা কম পরে থাকলে রক্ত সঞ্চালন সঠিকভাবে হতে পারে, তার ফলে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটাও  অনেকটা কম থাকে এবং এটা ব্রেস্ট টাইট রাখতেও অনেকটা সাহায্য করে।



তাহলে জেনে নিলেন তো ব্রা কেন পরা দরকার? এখন থেকে তাহলে সঠিক আকার ও সাইজের ব্রা পরুন আর  আপনার সৌন্দর্যকে বিকশিত হতে দিন।

Post a Comment

নবীনতর পূর্বতন