কিভাবে ঘরে বসেই বিকাশ একাউন্ট খুলবেন? একাউন্ট খুলেই নিয়ে নিন বোনাস..

 এখন আপনারা ঘরে বসেই বিকাশ একাউন্ট খুলতে পারবেন। আর বিকাশ একাউন্ট খুলে প্রথমবার অ্যাপ এ লগইন করলেই পেয়ে যাবেন সর্বমোট 500 টাকা পর্যন্ত বোনাস। আর যদি আপনার ইতোমধ্যে একটা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি প্রথমবার অ্যাপ এ লগ ইন করলেই এই বোনাস টি পেয়ে যাবেন। তবে অবশ্যই নিচের লিংক থেকে বিকাশ app ইনস্টল করতে হবে ।




তো চলুন প্রথমে জেনে নেই কিভাবে বিকাশ একাউন্ট খুলবেন...


প্রথম ধাপ ‍: বিকাশ অ্যাপ ইন্সটল করুন।

Bkash App ইনস্টল করতে এখানে ক্লিক করুন





দ্বিতীয় ধাপ: অ্যাপ ইন্সটল করার পর ওপেন করুন । প্রথমে  পারমিশন চাইবে ,এগুলা allow করে দিন l


এরপর Bkash app ওপেন হলেই প্রথমে লগইন/রেজিস্ট্রেশন পেজ দেখতে পাবেন। নুতুন একাউন্ট খুলতে লগইন/রেজিস্ট্রেশন এ টাচ করুন ।


তৃতীয় ধাপ: 

এবার আপনার মোবাইল নম্বর চাইবে,আপনি  মোবাইল নম্বর টা দিয়েদিন তার পর নিচে অ্যারো বাটনে টাচ করুন।

অ্যারো বাটনে টাচ করার পর আপনি যে নম্বর টি  দিয়েছেন সেটা কোন কোম্পানি বা অপারেটর সিলেক্ট করুন।  (যেমন artial,Grameenphone,Banglalink)


বিকাশ একাউন্ট খোলার নিয়ম:

এবার আপনার মোবাইলে six ডিজিট OTP কোড যাবে ,সেই কোডটি এখানে টাইপ করুন এবং নিচের বাটনে টাচ দিয়ে মোবাইল নম্বর ভেরিফাই করুন। 


বিকাশ একাউন্ট open

পরবর্তী স্টেপে বিকাশের শর্তাবলী কে ভালোভাবে পড়েনিন তারপর অ্যারো বাটন এ টাচ দিয়ে একসেপ্ট করুন। 

Create Bkash account


পরবর্তী ধাপ – নতুন বিকাশ একাউন্ট রেজিস্ট্রেশন করতে আপনাকে 3 টি ছোট্টো স্টেপ ফলো করতে হবে।


1st, আপনার এনআইডি ছবি তুলে সাবমিট করতে হবে।

2nd, প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে এবং

3rd, নিজের একটি সেলফি ছবি তুলে সাবমিট করতে হবে।

এই স্টেপ গুলি পূরণ করলে আপনার বিকাশে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। 


বিকাশ একাউন্ট লগইন

চতুর্থ ধাপ :- এবার আপনার একাউন্ট  লগইন করতে যে মোবাইল নম্বর টি এই একাউন্টে দিয়েছেন সেটি টাইপ করুন,next অপারেটর সিলেক্ট করুন তারপর আপনার নম্বরে otp যাবে সেটা দিয়েদিন।


এবার next আপনার বিকাশ একাউন্ট  নুতুন পিন সেট করতে হবে। 


বিকাশ একাউন্ট  পিন সেট

৫ ডিজিট এর নম্বর প্রথমে দিয়ে পিন সেট করুন,দ্বিতীয়বার করনফর্ম করতে আরেকবার দিন।(এই পিনটি  যখনি বিকাশ app ওপেন করবেন বা কোনো পেমেন্ট করবেন তখন চাইবে তাই এই এই পিন টি দয়া করে মনে রাখবেন )


next  অ্যারো তে ক্লিক করলে এবার নিজের নম্বর দেখতে পাবেন আর নিচে ওই ৫ ডিজিটের পিন টি দিয়ে লগইন করুন।


এভাবে বিকাশ একাউন্ট খোলার পর এই আপনি শুরুতেই ২০০ টাকা বোনাস পেয়ে যাবেন । আর অ্যাপ থেকে প্রথমবারের মতো যেকোনো ধরনের লেনদেন করলেই আরও ডাবল বোনাস পেয়ে যাবেন । এছাড়াও 25 টাকা মোবাইল রিচার্জ করলেই পেয়ে যাবেন 50 টাকা বোনাস ।


এছাড়াও বিকাশে সব সময় বিভিন্ন ধরনের অফার চলমান থাকে। যেমন এত টাকা রিচার্জ করলে এত টাকা ক্যাশব্যাক, এত টাকা ডিসকাউন্ট ইত্যাদি... এসব অফার সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের কে ফলো করে আমাদের সাথেই থাকুন।

Post a Comment

নবীনতর পূর্বতন